টাচ আইডি আসবে, তবে…

৮ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২৬  
আইফোনের জনপ্রিয় ফিচার টাচ আইডি গত হয়েছে ২০১৭ সালে। টাচ আইডির পরিবর্তে ফেস আইডি আনে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আবারও আইফোনে দেখা মিলবে টাচ আইডির। তবে সেজন্য গ্রাহকদের আরও এক বছর অপেক্ষা করতে হবে। খবর ম্যাশেবল। ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ইতিমধ্যেই টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের নতুন সংস্করণ নিয়ে আইফোনের প্রোটোটাইপ পরীক্ষা চালাচ্ছে। যেখানে ফিজিক্যাল হোম বাটনের পরিবর্তে ডিসপ্লের নিচেই সংযোজিত থাকবে এই টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লের বড় অংশ জুড়ে এই নতুন টাচ আইডি কাজ করবে। একইসাথে থাকবে ফেস আইডি সিস্টেমও। পরীক্ষা সফল হবে ২০২১ সালের পরিকল্পনায় থাকলেও এক বছর আগে অর্থাৎ ২০২০ সালের আইফোনেই দেখা মিলবে এই প্রযুক্তির, জানিয়েছে ব্লুমবার্গ। ডিবিটেক/বিএমটি